প্রকাশিত: Thu, Mar 21, 2024 11:40 AM
আপডেট: Sun, Jun 2, 2024 1:05 PM

[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি  জবির বরখাস্ত হওয়া সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন না’মঞ্জুর করে কারাগারে রাখার নিদর্শনা দিয়েছে আদালত। 

[৩] বুধবার বেলা সাড়ে ১১ টায় দু পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি শেষে চীফ  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দিক জামিন আবেদন বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নুরুর  রহমান। 

[৪] এদিকে মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে প্রেরণ করে আদালত। 

[৫] উল্লেখ্য, গেল শুক্রবার রাত ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেইসবুকে পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

[৬] এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।সম্পাদনা:সমর চক্রবর্তী